Tamak pata - Ashes Band- Ashes Lyrics & Tune: Zunayed Evan Mixed and Mastered by Sultan Rafsan Khan Facebook - https://www.facebook.com/ashesbdrock Website -http://www.ashesbd.com/ একজন তামাক ধরতে বলছে অন্যজন বলছে ছাড়তে। একটা কাজ শুরু করার আগে প্রত্যেকটি মানুষের ভেতরে এরকম দুটি স্বত্বা কাজ করে। গানটির মূল প্রতিপাদ্য বিষয় এটি। ‘মাথার ভেতরে গাঁজা ঘুরে’ এটি একটি বাক্য হতে পারে তবে ‘গাঁজার ভেতরে মাথা ঘুরে’ এটি কোন অর্থবহ বাক্য হতে পারে না। যেমন ' পকেটের ভেতরে কলম আছে ' এটা একটা বাক্য হলেও ' কলমের ভেতরে পকেট আছে' এটা আসলে কোন অর্থ বহন করে না। ড্রাগ নিলে ঠিক এই রকম কিছু ব্যাপার ঘটে সব কিছু বিভ্রম করে দেয়। একজন সুস্থ মানুষ কখনো এভাবে চিন্তা করে না। ‘ মাথার ভেতরে গাঁজা ঘুরে গাঁজার ভেতরে মাথা’ এটি একটি মাদকাসক্ত বিকৃত মস্তিষ্কের আত্মহনন। যেটা তোমাকে ধ্বংস করবে; ‘নষ্ট করবে মন’। অনেকেই হতাশা থেকে মুক্তি পাবার আশায় খারাপ স্বত্বার প্রলোভনে নেশায় আসক্ত হয়ে পড়ে। নেশা তাকে সাময়িক ভাবে হতাশা থেকে ভুলিয়ে রাখলেও একটা নির্দিষ্ট সময় শেষে নেশাটা যখন কেটে যায় তখন হতাশার পাশাপাশি সে নেশায় আসক্ত হয়ে শারীরিক এবং মানসিক ভাবে বিকৃতগ্রস্ত হয়ে পড়ে। ‘‘নেশা কেটে গেলে তুমিও কেটে যাবে’’।

Tamak pata - Ashes ( Official Audio )tamak pataashes new songtamak pata ashestamak dhoroTamak pata - Ashesashes tamak patatamak ashesnesha kete galeতামাক পাতাtama pata originaltamak pata conserttamak pata ashes official