শুধু তুমি এলে না Sudhu Tumi Ele Na Band - Cactus Composition - Kanishka Sarkar Singer - Rajesh Lahiri কথা ছিল একদিন, চলে যাবো দূর নীল সীমানায়, এক ছূটে পার হয়ে যাব সীমানা। কথা ছিল একদিন, তুলে নিয়ে সব মরুভূমি, ছুঁড়ে ফেলে দেবো সাগরের কিনারায়। কথা ছিল সব সবুজ শুকিয়ে যাওয়ার আগে, আগেই দেবো অমৃতের সন্ধান.. শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না, সময় খুঁজেছে যে তোমায়। কথা ছিলো একদিন, তুমি আমি কলকাতা চষে, বুনে দেব বীজ কৃষ্ণচূড়ার, কথা ছিল একদিন সারাদিন প্রজাপতি ধরে, রঙ ছড়িয়ে দেবো শহরের বুকে। কথা ছিলো বদলিয়ে, দেবো কি পার্ক ষ্ট্রিটের নাম, বদলিয়ে দেব আজকের কবিতা.. শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না, সময় খুজেছে যে তোমায়। কথা ছিল সব সবুজ শুকিয়ে যাওয়ার আগে, আগেই দেবো অমৃতের সন্ধান.. শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না, শুধু তুমি এলে না, সময় খুজেছে যে তোমায়। The best year of my life. and what a pleasant ending. still my wall is blank, and i dont have enough words to full fill its fundamental value. in this year, i was more with my own self. core trance. the purity in her eyes, and the betray of the illusion. now here i lost my all sanity. i felt a soul of an old beast inside me and some blood on my teeth. it was all dark, and when i wake up i was somewhere alone with the bunches of cloud above my head, and i saw her among them. still smiling at me with a blessed silence. that was the moment i came to know, why she has chosen me. not much tonight. not yet. for you all the beautiful people out there, my love and respect. subhasish christche 31/12/13

subhasish christchesubhasish das