এক চোখেতে হাসন কান্দে আরেক চোখে লালন গুরু তোমার বিরহে জ্বলে আমার বুকের আগুন... এক পথে মোর জগত-জোড়া সুখেরি আলো আরেকটা পথ নাইরে চেনা আঁধারে কালো আমি জানি গুরু তুমি, আছ সেইনা পথে আমি পাগল সব ছেড়েছি তোমায় ভালবেসে... হাসনের মাটির পিঞ্জিরায় কান্দে আমার মন লালন বলে ভোলা মনরে সঁপে দে এখন আমার হ্দয় দিলাম গুরু তোমার চরণতলে তুমি আমায় গ্রহণ কর শুদ্ধ কর মোরে আমার, এক চোখেতে হাসন কান্দে আরেক চোখে লালন... ]Band Lalon[