১৩ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় অবৈধ প্রধানমন্ত্রীর রাজনীীত বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, “নেত্রী (শেখ হাসিনা ) কাউকে চাকরী দেয়ার আগে আমাকে জিজ্ঞেস করেন, প্রার্থী ছাত্রলীগ করেছে কি না। কি ছিল, কোথায় ছিল, কোন পর্যায়ে ছিল। ” ৫ জানুয়ারির নির্বাচন সম্পর্কে তিনি বলেছেন, "নির্বাচনের সময় বাংলাদেশ পুলিশ ও প্রশাসনের যে ভূমিকা; এ্ই নির্বাচনের সময় আমি তো প্রত্যেকটি উপজেলায় কথা বলেছি, সব জায়গায় আমাদের যারা রিক্রুটেড, তাদের সঙ্গে কথা বলে, তাদেরকে দিয়ে মোবাইল কোর্ট করিয়ে আমরা নির্বাচন করেছি। তারা আমাদের পাশে দাঁড়িয়েছে, বুক পেতে দিয়েছে।’ ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, “তোমাদের লিখিত পরীক্ষায় ভালো করতে হবে। তার পরে আমরা দেখব।’ এইচ টি ইমাম বলছেন কিভাবে টপ টু বটম সব চাকরীতে আওয়ামী ক্যাডারদের নিয়োগ দেয়া হয়েছে এবং হচ্ছে।”

HT ImamAwami LeagueBCSAdministationPOlice5 January Election